সুন্দরবন অসাধারণ দৃশ্য
তবে এই বনের নাম শুনলে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে।
সুন্দরবনে ভ্রমণরতদের প্রধান আকর্ষণ এই বাঘ হলেও, খুব একটা দেখা পাওয়া যায় না। তবে সাম্প্রতিক সময়ে একদল পর্যটক একসঙ্গে ছয়টি বাঘ দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে রাতারাতি ভাইরালও হয়েছে। লাখ মানুষের ফেসবুক ওয়ালে এবং ইউটিউবে শোভা পাচ্ছে ছয়টি বাঘ দেখার দৃশ্য।
একসঙ্গে ছয়টি বাঘ দেখা সুন্দরবন হলিডেজ’র পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ছিটা খালে সমবার (৯ এই এপ্রিল) একসঙ্গে ছয়টি বাঘের দেখা পেয়েছেন তারা। এর আগে ২ এই মার্চ বনরক্ষীরা কটকা এলাকায় একসঙ্গে দুইটি বাঘ দেখতে পেয়েছিলেন।
আরও বলেন, দীর্ঘদিন সুন্দরবনে যাওয়া আসা করলেও একসঙ্গে ছয়টি বাঘ কখনও দেখা হয়নি। এছাড়া একাধিক ছয়টি বাঘই আকারে একই রকমের না। আমরা আরও কাছে গেলে তারা আস্তে আস্তে চলে যায়। মানুষ দেখে বাঘগুলো কোনোরকম তাড়াহুড়ো করেনি। সব মিলিয়ে এই ট্যুরে আমাদের যারা দর্শনার্থী খুব খুশি হয়েছন। আমরাও আনন্দিত।
No comments